২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৮ কোটি ৩০ লাখ লোক চাকরি হারাতে পারেন আগামী পাঁচ বছরে

৮ কোটি ৩০ লাখ লোক চাকরি হারাতে পারেন আগামী পাঁচ বছরে - ছবি : সংগৃহীত

করোনা মহামারীর সময় থেকেই শুরু হয়েছে অনিশ্চয়তা। আগামী ৫ বছর ভারতসহ বিশ্বে চাকরির বাজারে চলবে টালমাটাল পরিস্থিতি। নতুন চাকরির তুলনায় ছাঁটাই হবে বেশি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক রিপোর্টে এমনটাই পূর্বাভাস দেয়া হয়েছে।

‘ফিউচার অফ জবস’ শীর্ষক ওই রিপোর্ট জানাচ্ছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত বিশ্বে চাকরি হারাতে পারেন প্রায় ৮ কোটি ৩০ লাখ মানুষ। অন্য দিকে, ওই সময়সীমার মধ্যে ৬ কোটি ৯০ লাখ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। মোট ৮০৩টি করপোরেট সংস্থার মূল্যায়ন করে এই রিপোর্ট প্রকাশ করেছে ডব্লিউইএফ।

বিশ্বজুড়ে চাকরির বাজারে আগামী ৫ বছরের অনিশ্চয়তার পূর্বাভাস দেয়া হয়েছে তাতে। বলা হয়েছে, চাকরি হারানো এবং নতুন চাকরি পাওয়াদের সংখ্যা সামগ্রিকভাবে পৌঁছতে পারে চাকরির বাজারের ২৩ শতাংশে।

ওই সময়সীমার মধ্যে বিশ্বে ১০ দশমিক ২ শতাংশ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। অন্য দিকে, ছাঁটাই হবে প্রায় ১২ দশমিক ৩ শতাংশ পদ। অন্য দিকে, আগামী ৫ বছরে ভারতে ছাঁটাই হওয়া এবং চাকরি পাওয়া ব্যক্তিদের মোট সংখ্যা হবে চাকরির বাজারের প্রায় ২২ শতাংশ।
সূত্র : আনন্দবাজার


আরো সংবাদ



premium cement